ঢাকা প্রতিনিধি: জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, ক্ষমতায় এলে দেশে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনসহ ১৮ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে দলটি। এজন্য দেশে বিদ্যমান ৮ বিভাগকে প্রদেশে উন্নীত করা হবে।
এদিন দলটির চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার ইশতেহার ঘোষণা করেন।
তিনি বলেন, জাতীয় পার্টি এককেন্দ্রিক শাসন ব্যবস্থার পরিবর্তন করে। জাপা ক্ষমতায় এলে দেশের বর্তমান আট বিভাগকে ৮টি প্রদেশে উন্নীত করা হবে।
তিনি আরও বলেন, এসব প্রদেশগুলোর নাম হবে উত্তরবঙ্গ প্রদেশ, বরেণ্য প্রদেশ, জাহাঙ্গীরনগর প্রদেশ, জালালাবাদ প্রদেশ, জাহানাবাদ প্রদেশ, চন্দ্রদীপ প্রদেশ, ময়নামতি প্রদেশ এবং চট্টলা প্রদেশ।