বিশেষ প্রতিনিধি: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার (২৫শে ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান তারা।
প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গণফোরামের প্রেসিডেয়াম সদস্য মোস্তফা মহসিন মন্টু এবং ড. জাফুরুল্লাহ প্রমুখ।
আরো পড়ুন : নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: সিইসি
আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় ঐক্যফ্রন্টের সমাবেশের বিষয়ে কথা বলতে নেতারা ইসিতে গেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।