দৈনিক আলাপ ওয়েবডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের নির্বাচনে ইশরাক হোসেনের প্রচারণায় রাজধানীর গোপীবাগে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সময়ে ইট-পাটকেল নিক্ষেপও করা হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। রাজধানী গোপীবাগ অভয়দাস লেনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা করার সময় তাদের মিছিলের উপর ৩৯ নং আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী রোকনউদ্দিনের সমর্থক ও নারী প্রার্থী লাভলীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হলে ৬ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আহত হন। তারা হলেন ইয়াছিন আরাফাত রকি (৩৫), সোরহাব হোসেন (৫৬), মশিউর রহমান, রেজুয়ান ইসলাম রাতুল, মো. রমজান (৩৫) ও রাসেল (৩০)। সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।
অপরদিকে, এই সংঘর্ষে আহত বিএনপির কমপক্ষে ২০ নেতা-কর্মীকে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপীবাগ এলাকার টিকাটুলীর মোড়ে ইশরাকের নির্বাচনী গণসংযোগের সময় কে বা কারা ইট ছুঁড়ে মারে। এরপর একটি নির্মাণাধীন ভবন থেকে নির্মাণ সামগ্রী তার গণসংযোগের স্থলে ছুঁড়ে মারতে থাকে। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ওয়ারি থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।