শ্রদ্ধা,ভালোবাসা,বেদনায় ‘’নুরুল ইসলাম’’ স্মরণে মানব সভ্যতার সারথি -মো.নূরুল হক এর লেখা “বিদগ্ধ ব্যক্তিত্ব”

বিদগ্ধ ব্যক্তিত্বমো. নূরুল হক আমার এই পরিনত বয়সের সময়টাতে, অনেক স্মৃতি আসে আবার চলে যায়, কোনটা বা অতীত কোনটা বা বর্তমান, যেগুলো একবারে ঢাকা পড়ে গেছে, সে গুলো অতল গহ্বরে বিলীন; কিছু কিছু মূল্যবান, যা না হলে জীবন দর্শন টাই অসমাপ্ত থেকে যায় এবং মূল্যহীন বলে মনে হয় , যে গুলো না হলে মন চলে … Continue reading শ্রদ্ধা,ভালোবাসা,বেদনায় ‘’নুরুল ইসলাম’’ স্মরণে মানব সভ্যতার সারথি -মো.নূরুল হক এর লেখা “বিদগ্ধ ব্যক্তিত্ব”