খেলাধুলা ডেস্ক: গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে বেশিদূরে যেতে দিল না ভারত। বোলারদের দারুণ নৈপূণ্যে মাত্র ১৬২ রানে আটকে দিয়েছে রোহিত শর্মার দল।
দুবাইতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। মাত্র ৩ রানে দুই ওপেনারকে ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন পেসার ভুবনেশ্বর কুমার। এরপর তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সঙ্গে নিয়ে অভিজ্ঞ শোয়েব মালিক দলকে টেনে তোলার ছেষ্টা করেন। ৪৭ রানে বাবরকে বোল্ড করেন কুলদীপ জাদভ। অধিনায়ক শরফরাজ আহমেদ করেন মাত্র ৬ রান। হাসান আলীর সঙ্গে বোঝাপড়ার ঘাটতির কারণে রান আউট হয়ে ফেরেন ৪৩ রানের লড়াকু ইনিংস খেলা মালিক। এরপরই ভেঙে যায় পাকিস্তানের বড় সংগ্রহের স্বপ্ন।
মাঝে ৪৪ বলে ২১ রানের ইনিংস খেলে কিছুটা সামাল দেন ফাহিম আশরাফ। মোহাম্মদ আমীর অপরাজিত থাকেন ১৮ রানে। ৪৩.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৬২ রান তোলে পাকিস্তান।
ভারতের হয়ে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর এবং কেদার জাদভ। জসপ্রিত বুমরাহ ২টি এবং ১টি উইকেট তুলে নিতে সক্ষম হন কুলদীপ।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১৬২/১০ (৪৩.১) বাবর ৪৭, মালিক ৪৩; কুমার ১৫/৩, কেদার ২৩/৩, বুমরাহ ২৩/২।