দৈনিক আলাপ ওয়েবডেস্ক: ভাষা আন্দোলন আমাদের জীবনে এনে দিয়েছে, গৌরব, এনে দিয়েছে অহংকার। ধন্য আমাদের শহীদ ভাইয়েরা, তোমাদের জন্য আজ আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা কে, পেয়েছি এক স্বাধীন দেশ কে। তোমরা মরোনি, বীর শহীদ হয়ে বেঁচে থাকবে, সারাজীবন আমাদের আত্মার সাথে আমাদের চেতনার সাথে । তোমাদের জানাই হাজার সালাম।
সম্পাদক: মো: আশিকুর রহমান
দৈনিক আলাপ