দৈনিক আলাপ :- করোনা ঠেকাতে মানুষ ঘরে থেকে বের না হলেও আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরনো সব জরা-গ্লানিকে মুছে ফেলে সবাই গেয়ে উঠবে নতুন দিনের গান। আনন্দ-বেদনা, হাসি-কান্নার হিসাব চুকিয়ে শুরু হবে নতুন এক পথচলা।
জাতি-ধর্ম-বর্ণ- গোত্র নির্বিশেষে সবাই স্ব-স্ব অবস্থান থেকে শপথ নেবে। আর এ শপথ হবে করোনা প্রতিরোধের, করোনাকে জয় করার।নিজে যেন অন্যকে করোনা ভাইরাসে আক্রান্তের কারণ না হই। বাসায় থাকুন। নিজে ভালো থাকুন ও পরিবারকে ভালো রাখুন। সবাই একসঙ্গে সচেতন হলে খুব শিগগিরই এ থেকে মুক্তি মিলবে।
‘’ সব ধনীদের আহ্বান জানাবো এখন অন্তত মানুষের পাশে এসে দাঁড়ান।‘’
সম্পাদক: মো: আশিকুর রহমান