মুসলিম জাতির প্রথম কিবলা ও পৃথিবীর বুকে অবস্থিত-সব জাতি-বর্ণের মুসলমানদের প্রাণস্পন্দন আল-আকসা নিয়ে সাম্প্রতিক ইসরায়েলিদের জঘন্যতম হামলা,মানবতার কবি শারমিন আছে-মা সিদ্দিকীকে অশান্ত করেছে,করেছে আহত ও ক্ষত তাই লিখেছেন কবিতা “হৃদয়ে আল-আকসা”

572
রমিন আছে-মা সিদ্দিকীকে অশান্ত করেছে , করেছে আহত বা ক্ষত তাই লিখেছেন কবিতা “হৃদয়ে আল-আকসা”

হৃদয়ে আল-আকসা

শারমিন আছে-মা সিদ্দিকী

আমি মুসলিম তাই
ভালোবাসি ইসলাম,
আমি রাসূল (স) এর উম্মত বলেই
আছে আমার প্রখর ঈমান।

আমি এক লড়াকু যোদ্ধা
হৃদয়ে আমার আল-আকসা,
ফিলিস্তিনের রক্তাক্ত জমিনে
করছে যুদ্ধ আমার আত্মা।

বিশ্বের বাতাসে আছে ছড়িয়ে
রক্ত আর লাশের গন্ধ,
বুঝতে পারছো না করছো কি অপরাধ
তোমরা যে বধির এবং অন্ধ।

করিলে ধার হবে শোধিতে
জানো নিশ্চয়ই,
আল্লাহ তোমাদের করবে না ক্ষমা
শাস্তি পাবে অবশ্যই।

ঊর্ধ্বাকাশ থেকে নেমে আসবে
সেখানে নবী ও রাসূল ঈসা,
মেরাজ ঘটেছিল নির্দেশে আল্লাহর
এ যে সেই আল-আকসা।

এখনো কিছু আছে সময় তোমরা
বন্ধ করো তোমাদের অত্যাচার,
সহ্য করতে পারছেনা বিশ্বের মুসলিম
দেখে ফিলিস্তিনিদের হাহাকার।

বিচার তোমাদের হবেই হবে
নেই কোন নিস্তার,
তখন তোমাদের কারো কাছেই থাকবে না
গোলা বারুদের হাতিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here