“মনের পাখি” কবিতাটি লিখেছেন ভারত থেকে কলমযোদ্ধা-রাণু সরকার

252
“মনের পাখি ”কবিতাটি লিখেছেন ভারত থেকে কলমযোদ্ধা-রাণু সরকার ।

মনের পাখি
রাণু সরকার


মনের পাখি কেমন বন্ধু
তুই আমার-
না বলে নিজেই খাঁচা খুলে
গেলি চলে-
সেই কবে যেন পড়েনা
মনে আমার।

গুটি গুটি পায়ে এলি আবার তুই আমায়
জ্বালাতে?
বলছি তোকে শুনে রাখ কান পেতে!

রাখলাম পিঞ্জারে বন্দি করে।
যদি চলে যেতে সাধ জাগে
এবার তবে বলে যাস মনে করে।

দু’জনের পথ দু’দিকে গেছে বেঁকে
অনেক দূরে এঁকে বেঁকে গভীর অভয়ারণ্যে।

আজও থাকি অতীতের স্মৃতির সন্ধানে,
মাঝে একটু আশা,
কবে কোথায় কোন স্মৃতি পিঞ্জরে-
বন্দি পাখিটা একা খুঁজে মরে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here