জেরিন সুলতানার নির্বাক অন্তরের দুটো কবিতা “যে শহরে তুমি নেই” “যে ভালোবাসে সে থেকে যায়”

76

যে শহরে তুমি নেই

জেরিন সুলতানা

যে শহরে তুমি নেই
সে শহরে আমি একলা ভিষন,
বাতাসে অক্সিজেনের অভাবে
নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়।
সারাক্ষণ চোখের সামনে ভেসে ওঠে তোমার হাসিমাখা মুখ।
যে শহরে তুমি নেই
সেই শহরে পাখিগুলো গান ভুলে গেছে ,
ফুলেরা হারিয়েছে তার সৌন্দর্য।
বাতাসে ভেসে আসেনা তোমার শরীরের গন্ধ
তোমাকে খুঁজে বেড়াচ্ছে আমার অনাহারী চোখ,
দিন দিন বেড়েই চলেছে আমার অসুস্থ হৃদয়ের হাহাকার।
তোমাকে দেখতে চাওয়ার কঠিন অসুখ সারছেই না কোনমতে,
যে শহরে তুমি নেই
সে শহরে চাঁদের আলো পৌঁছায় না বহুদিন।
তারাদের সাথে কথোপকথন হয়না আমারো
কেবল শূন্যতা , মন খারাপের বিজ্ঞাপনে ছেয়ে গেছে পথঘাট
যেদিকে তাকাই শুধু শুনতে পাই তোমাকে হারানোর বিজ্ঞপ্তি ।
তুমি ফিরে এসো,
তুমি ফিরে এলেই সুস্থ হয়ে যাবে আমার অসুস্থ পৃথিবী
প্রাণ ফিরে পাবে আমার অগোছালো শহর।

যে ভালোবাসে সে থেকে যায়
✍️জেরিন সুলতানা

আমার একটা নাম দিও তুমি, না হয় সেটা
সুনয়না , মোনালিসা কিংবা অনুপমা হলোনা ,
তবুও ভালোবেসে যে নামেই তুমি ডাকবে
সে ডাকেই সারা দেবো‌ আজীবন।
সকল অপ্রাপ্তি বুকে নিয়ে আর সবটুকু অভিযোগ ভুলে ,
তুমি একবার ‘ভালোবাসি’ বললেই
আমি সহস্র বার শুনতে পাবো
সেই শব্দের প্রতিধ্বনি।
জানতে চাইনি কতটা ভালোবাসা লুকিয়ে রেখেছো তোমার হৃদয়ের গহীন কোনে ,
তোমাকে পাবার পর পাল্টে গেছে সব
যে খানে আমার হাত দুখানি রেখেছি
সে খানে হাতের মুঠোয় কষ্টগুলোও বুঝিনি ।
দু’ চোখ বুজে অনুভব করেছি
হাতের সোহাগে নরম শিউলি
নয়তো বকুল ,নয়তো বেলি ৷
চোখের সামনে যখন দেখেছি ধু ধু অন্ধকার
তখন চোখ বুজে অনুভব করেছি
কেবল সবুজ, কেবল শান্তি , কোন ক্লান্তি বুঝিনি ।
বুকের ভেতর থেকে ঝরে যাওয়া রক্তবিন্দু
সে যেন ভিজিয়ে দিয়েছে মরে যাওয়া ঘাস গুলোকে ,
শিশিরের মত ভিজিয়ে করেছে আরো সবুজ ,
যে খানে পা’ দুখানি রেখেছি
সেখানেও ছিল চরম আঘাত নিয়মের বোঝাপরা ৷
তবুও কষ্ট হয়নি জানো ?
আঘাতটুকু ফুল হয়ে ঝরে গেছে ,
তোমাকে ভালোবাসি বলবার ইচ্ছে টুকু রেখে গেছে চিরস্থায়ী করে।
ভালোবাসো , তাই ভেবে পেয়েছি শান্তনা
আমাকে কাল বৈশাখী ঝড় উপাধী দিতে পারো তুমি,
কিন্তু , আমিও যে হতে পারি
এক মুহুর্তে শান্ত নদী
কেবল সেটা মেনে নিয়ে খুব ভালোবাসতেও পারো তুমি ।
আমি জানি ভালোবাসা ছেড়ে যায়না কোন অজুহাতে,
যে ভালোবাসে সে থেকে যাবার রাস্তা খুঁজে বেড়ায় শেষ পর্যন্ত
যে ভালোবাসে, সে শুনে, সে বোঝে – সে থেকে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here