“ভালোবাসার অবদান”কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি রহিমা আক্তার রীমা

537
“ভালোবাসার অবদান”কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি রহিমা আক্তার রীমা

ভালোবাসার অবদান

      রহিমা আক্তার রীমা

আমার মস্তিষ্কের কিয়দংশ দখল করে রাখে তোমার অস্তিত্ব
আমার চোখের সামনে সর্বদা ভাসমান তোমার সৌন্দর্য
আমার কানে বারবার বাজে তোমার সুললিত কন্ঠের
গান
আমার নাকে সর্বক্ষণ অনুভূতি পাই তোমার শরীরের
ঘ্রাণ
আমার শিরা-উপশিরায় স্পন্দিত হয় তোমার স্পর্শের
মায়া
আমার প্রতিচ্ছবিতে মিশে থাকে তোমারই প্রতিবিম্বের কায়া
আমার হৃদকম্পনে ধ্বনিত হয় শুধুই তোমার নামের
ধ্বনি
আমার ভালোবাসায় আগলে রেখে তোমায় করেছি ঋণী
আমার কাব্য উপমার পরতে-পরতে শুধুই তোমার
বিচরণ
আমার জীবনের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকো যে তুমি সর্বক্ষণ
আমার চাওয়া-পাওয়া জুড়ে তোমার অপূর্ণতায় বাড়ে
অভিমান
আমার জীবনে তুমি আছো থাকবে হয়ে ভালোবাসার
অবদান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here