জীবনধারার পরিক্রমায় কবি- শিরিন আফরোজ লিখেছেন কবিতা “একান্তে গল্পকথা ”

499
কবি- শিরিন আফরোজ লিখেছেন কবিতা “একান্তে গল্পকথা ”
কবি- শিরিন আফরোজ

একান্তে গল্পকথা

                             শিরিন আফরোজ

আচ্ছা বলতো ,তুমি কি আকাশ হবে?
যদি আকাশ হও,তবে তোমার তরে
রংধনুর সাত রঙের সাথে আমায়
থাকতে দিও,
অতি যত্নে আঁকড়ে রেখো আমায়।
আমায় দেখে সবায় হয়তো অবাক দৃষ্টি ফেলবে তোমার তরে ,
হয়তো অনেকে দেখে অবাক হবে!
হয়তো অনেকে হিংসে করবে,
আবার হয়তো অনেকে ভালোবাসবে আর বলবে,অনেক ভালো থেকো একসাথে।
আচ্ছা বলতো,তুমি কি সমুদ্র হবে?
যদি সমুদ্র হও,ঢেউ হয়ে তোমার সাথে
মিতালীতে মিশে থাকবো আজীবন,
সবায় দেখে হয়তো বলবে,
কতো সুন্দর……….
কতো সুন্দর ………
লাগছে দেখতে ,এভাবেই থেকো আজীবন।
আচ্ছা বলতো, তুমি কি পাহাড় হবে?
যদি পাহাড় হও,তোমার বুকে শতবর্ষী বৃক্ষ হয়ে থেকে যেতে চাই,
আর সবায় হয়তো দেখে বলবে ,
কতো পুরানো বৃক্ষ,
গভীর ভাবে আকড়ে ধরে রেখেছে পাহাড়টিকে!
আচ্ছা বলতো, তুমি কি বৃষ্টি হবে?
নাকি তুমি ফুল হবে?
যদি বৃষ্টি হও , তাহলে আমি হব মাটি,
আর যদি ফুল হও, তাও আমি হবো মাটি,
তুমি বৃষ্টি হয়ে ভিজাবে আমায়,
আর ফুল হয়ে সৌরভ ছড়াবে,
আর তোমায় আমি ,ভালোবেসে… ভালোবাসে….
শুধু ভালোবেসে যাবো আজীবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here