ভারত থেকে সাম্য দর্শনের কবি-শিখা গুহ রায়ের দুঃস্বপ্নের ভিন্ন মাত্রার কবিতা“সাদা চিল”

318
শিখা গুহ রায়ের দুঃস্বপ্নের ভিন্ন মাত্রার কবিতা“সাদা চিল ”

সাদা চিল
শিখা গুহ রায়

যতদূর দেখা যায় তারও দূরে
একাকিত্ব নিয়ে ঘুমিয়ে পড়ি স্বপ্ন দেখে,
সব দুঃস্বপ্ন —
একদম একা একঘেয়েমি সব স্বপ্ন।

জনমনুষ্যের ছায়া নেই,
নেই কোন পরিচিত মুখ,
শুধু কলির বৈরী বাতাসে
দিশাহীন আদর্শের ভেলা।

জ্বলের কলসীটা টুং টাং বাজছে
বুঝতে পারছি একটুও জ্বল নেই
তাইতো সবুজ পাতাগুলো নুয়ে পড়ছে
আমার মত বয়সের ভারে।

অনেক আগে বটবৃক্ষের কাছে শুনে ছিলাম–
দুর্ভিক্ষের পর কেউ একজন
সাদা পাঞ্জাবিতে দাগ লাগার ভয়ে
মানবতার স্রোতে রেখে গেছে উদীয়মান সূর্য।

বটবৃক্ষটা মরে যাবার পর থেকে
এখন পর্যন্ত
মেঘের কারুকার্যে
একটাও সাদা চিল দেখতে পাইনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here