যশোর শার্শায় সড়ক প্রাণ গেলো ট্রান্সপোর্ট ব্যবসায়ীর

737

মীর ফারুক; যশোর প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী নামক স্থানে গ্রিন লাইন পরিবহনের ঢাকা গামী একটি পরিবহনের চাপায় বেনাপোলের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ীনেতা শাহদাত হোসেন নেদা নিহত হয়েছে।

নিহত শাহাদত হোসেন নেদা বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নেদা বেনাপোলের আমড়াখালী নামক স্থানে একটি বাইপাস সড়ক থেকে প্রধান সড়কে মোটরসাইকেল যোগে উঠার সময় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীন লাইনের ( ঢাকা মেট্রো-ব-১১-৩৪৫০) একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে নেদু ঘটনাস্থলে মৃত্যু বরন করেন। তার অকাল মৃত্যতে বেনাপোল ব্যবসায়ীরা শোকাহত।

বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা শিকার করে জানান, দুর্ঘটনা কবলিত গ্রীন লাইন পরিবহনের ওই বাসটি আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here