বাংলাদেশি হত্যা: মিয়ানমারের তিন যুবক রিমান্ডে

674
বাংলাদেশি-হত্যা-মিয়ানমারের-তিন-যুবক-রিমান্ডে
মিয়ানমারের তিন নাগরিক

দৈনিক আলাপ ওয়েবডেস্ক:‌ মালয়েশিয়ায় বাংলাদেশি হত্যার ঘটনায় মিয়ানমারের তিন নাগরিককে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আটকদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

বুধবার (৩ জুলাই) আটক তিনজনকে গুয়া মুসাং এর একটি আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিনজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার কেলান্তানের গুয়া মুসাং শহরের ৬০ কিলোমিটার দূরে গাড়ির ভেতর থেকে এক বাংলাদেশির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাংলাদেশির নাম মো. মোমরাগ খাঁন (৩৯), তবে নিহত মোমরাগ খাঁনের গ্রামের বাড়ির ঠিকানা এখনো জানা যায়নি।

কেলান্তান পুলিশ প্রধান মোহাম্মদ তাওফীক মাইডিন স্থানীয় সাংবাদিকদের জানান, গত সোমবার দুপুর একটা ১৫ মিনিটে দিকে জালান গুয়া মুসাং লোজিং এর মেইন রোডের পাশে একটি কারের মধ্যে রক্তাক্ত অবস্থায় গাড়ির সিটে বসে থাকা এক ব্যক্তিকে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বাংলাদেশিকে উদ্ধার করে গুয়া মুসাং হাসপাতাল পাঠায়। পরে দায়িত্বরত চিকিৎসক ওই বাংলাদেশিকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here