**মানবতার জয় হোক**
—আব্দুল লতিফ—
চারদিকেতে দেখছি শুধু
দানব করে দাপাদাপি,
অস্ত্র নিয়ে ঘুরছে অসুর
করছে তারা লাফালাফি।
বিবেক বুদ্ধি নষ্ট তাদের
মারামারি করছে আজ,
মানবতার বৈরী ওরা
অন্তরেতে নেইকো লাজ।
ধর্ম নামের বর্ম পরে
জিগির তুলে দেয় হানা,
সন্ত্রাসে সব বক্ষ কাঁপে
বাঁচার রাস্তা নেই জানা।
বিভেদ কামী শত্রু এরা
ঐক্য মোদের ভাঙতে চায়,
শান্তিকামী মানুষরা সব
আজকে বড়ই অসহায়।
এর প্রতিবাদ করলে পরে
তকমা জোটে সন্ত্রাসী,
ঝঞ্ঝাটে কেউ চায় না যেতে
নয়কো এতে প্রত্যাশী।
সামনে সবাই এগিয়ে এসো,
যুবক এবং তরুণ দল,
ভয়ের বাতাবরণ থেকে
বাড়াও সবার মনের বল।
কেবা হিন্দু,কারা মুসলিম,
—এ সব কথা ভুলব রে,
জাত ভেদাভেদ ভূলে সবাই,
মিলে মিশে রইব রে।
হিংসা বিদ্বেষ দূরে রেখে
চলব সবাই একসাথে,
দয়াময়ের শুভ আশিষ
রইবে আমাদের মাথে।
বন্ধ হবে হানাহানি,
ভাইয়ে ভাইয়ে রক্তপাত,
শুভ বুদ্ধির উদয় হবে,
অশুভরা যাক নিপাত।
কাটবে সকল অমানিশা,
ঘুচবে মনের কালিমা,
হবে নতুন অরুণোদয়
ওই দেখা যায় লালিমা।
শ্রীরামপুর*মুরারই*বীরভূম