“মানবতার বিনাশ ” কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর ভারতের কবি — মধুছন্দা গাঙ্গুলী।

451
মানবতার বিনাশ ”
প্রতিভাধর ভারতের কবি — মধুছন্দা গাঙ্গুলী।

মানবতার বিনাশ

মধুছন্দা গাঙ্গুলী

*************
রূপ দেখে কেউ যেওনা ভুলে
রূপের আড়ালে কুরূপ হাসে,
পূজার লাগি ভরেছো তো ডালি
মনটা যে তোমার বিরূপ বাসে ।
অন্তরে দহন মুখে প্রেমবাণী
এমন প্রেমের প্রকাশে……
ভালোবাসার আড়ালে হৃদয় পোড়ে
ব্যাথার মেঘ জমে হৃদ-আকাশে !
অসততায় ভরা মিথ্যার মিছিল
প্রবেশে যবে মন কপাটে….
বিবেক-বুদ্ধির বিনাশ ঘটে চলে
দুর্বুদ্ধির ঘা পড়ে শিরে সপাটে ।
কৌতুক যারে করিছো সদা
ব্যঙ্গ-বিদ্রুপে মজেছো ,
একদিন সেই আঘাত হানিবে জেনো
মেকীর ভেক তুমি ধরেছো ।
বিধাতা মোদের সৃষ্টি করেছেন
মানবতার তুলি কলমে….
ভেঙে সেই কলম, মুছে সেই ছবি
জীবন কাটাই আরামে !
পেয়েছি যখন এ মানব জীবন
কেন তবে কলুষতার বোঝা বওয়া….
মান-হুঁশ জেগে উঠুক মানুষের
ভালোবাসা ছাড়া আর কিবা আছে চাওয়া!
********************

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here