পৌষ পাবন
চম্পা চক্রবর্তী
পৌষ পাবনে নতুন ধানে গন্ধে ভরে মন
পিঠা পায়েসর ধুম পড়বে মনটা উচাটন।
রোজ সকালে ধানের আলে
লাঙল কাঁধে কৃষক চলে।
সূর্য মামা পুব আকাশে
মিষ্টি রোদের আভা ফেলে।
শিশির ভেজা ঘাসের ডগায়
প্রজাপতি উড়ে রঙিন পাখায়।
দক্ষিণ কোণে শিউলী তলায়
মৌ মৌ গন্ধে মন ছুটে যায়
নীল আাকাশে মেঘের ভেলায়
উড়তে চাই, মন অবেলায়।