“দুঃখ নদী একাই আমার” কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি মাসুমা সুইটি ।

526
“দুঃখ নদী একাই আমার” কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি মাসুমা সুইটি ।

দুঃখ নদী একাই আমার

                                   মাসুমা সুইটি

তোমার আকাশ বিশাল অনেক
তাই আমাকে দুঃখ দিলে
নিরবতার আচ্ছাদনে
যা ছিল তা কেড়েই নিলে।

দুঃখ নদী একাই আমার
ধ্রুব তারা লুকাই বুকে
যতই আকাশ থাকুক দূরে
দুঃখ লুকাই এই চিবুকে।

টলটলে জল সমুদ্রে ঢেউ
ফেনীল নদী যেথায় মিশে
অট্টহাসি অসুর সম
জীবন যেথায় দুঃখ ক্লেশে।

অঞ্জলি দেই সেই আকাশে
কপোল জুড়ে অশ্রু ভাসাও
দু’হাতে তাই দুঃখ কুড়াই
ভাগ্যে যে নাই এক তিল আশাও।

তোমার স্বপ্নে জল ঢালো রোজ
স্বপ্ন সৌধ গড়ছ জানি
তাজমহল যে গড়েছিলে
ধ্বংস ডেকে ঢালছ পানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here