প্রলয় লীলা
সোনালী মিত্র।
তোমার গগনচুম্বী উল্লাস আজ লক্ষ মানুষের আর্তনাদ ।
লন্ডভন্ড তোমার তান্ডব
নিয়ে গেছ সব মাথার ছাঁদ ।
বিপর্যস্ত গ্ৰামগুলো মিশে গেছে মৃত্যুর সাথে
চোখের জলে ভাসছে এখন
ভিটেমাটি আর জমির ফসল।
সব গেছে যাদের ঐ অসহায় জীবনগুলো
আজ বাঁচার তাগিদে খুঁজছে অন্ন
মাথার ওপর একটু আচ্ছাদন
দিন ও রাতের মাঝে।
বৃক্ষরা সব ভূপতিত
ভেঙেছে বাসা পাখিদের সব
হারিয়েছে পথ ওরা।
তোমার রুদ্র রূপের প্রলয় নৃত্য বিপন্ন আজ অসহায় সব।