আজকে বিকেল
ছন্দা দাশ
বিকেলগুলো কেমন
করে আসে
বাইরে তখন দেখছি চেয়ে
অলস অবকাশে।
মেঘের পরে মেঘ করেছে
বেলা শেষের গান,
আধেক আলো দূর আকাশে
আধেক অভিমান।
মাটির বুকের গন্ধে যেন
নিবেদনের সুর
তাই কি এমন আকাশ হলো
একেলা বিধুর?
এমনদিনে একলা ঘরে
কেমন করে রই
মন হারাবার দিন যেন আজ
পথ যে ডাকে ওই।
আকাশ কালো গাছের মাথায়
পাতায় মাখামাখি
স্মৃতির তুলির রঙ দিয়ে তাই
আজকে বিকেল আঁকি।