জীবন বোধের কবি- ছন্দা দাশ লিখেছেন শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত কবিতা “আজকে বিকেল”

504
জীবন বোধের কবি- ছন্দা দাশ লিখেছেন শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত কবিতা “আজকে বিকেল”

আজকে বিকেল

                         ছন্দা দাশ

বিকেলগুলো কেমন
করে আসে
বাইরে তখন দেখছি চেয়ে
অলস অবকাশে।
মেঘের পরে মেঘ করেছে
বেলা শেষের গান,
আধেক আলো দূর আকাশে
আধেক অভিমান।

মাটির বুকের গন্ধে যেন
নিবেদনের সুর
তাই কি এমন আকাশ হলো
একেলা বিধুর?

এমনদিনে একলা ঘরে
কেমন করে রই
মন হারাবার দিন যেন আজ
পথ যে ডাকে ওই।

আকাশ কালো গাছের মাথায়
পাতায় মাখামাখি
স্মৃতির তুলির রঙ দিয়ে তাই
আজকে বিকেল আঁকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here