মনে পড়ে কালবৈশাখীর কথা
বাহারউদ্দিন আহম্মেদ (শ্রাবণ)
নিকশ কালো রূপে প্রকৃতি আজ সেজেছে,
মেঘের ভেলায় আকাশ আজ মেঘ মেঘ খেলছে।”
উদিত চন্দ্রের হাল্কা আলোয়, তারার মেলায়।
প্রকৃতিকে আজ সেজেছে বহুরূপে।
বৃক্ষগুলি আজ কেমন হেলান হেলছে,
প্রবল বাতাসের পরথে পরথে,
তবে কি আজ কাল বৈশাখের বার্তা হচ্ছে?
মনে পড়ে যায়,
সেই শৈশবের স্মৃতি, হারিয়ে ফেলেছি যে সময়।
এযেন কল্পনা ব্যতীত আর কিছুই নয়।
ছন্ন-ছাড়া হয়ে আম কুড়ানো, বৃষ্টিতে ভেজা
আর কতই না,,,
মানতাম না মা-বাবার কথা,যতই দিত বাধা।
কাদা-মাখা শরীর নিয়ে ফিরতাম নীড়ে একা।
বার বার মনে পড়ে যাই সেই কালবৈশাখীর কথা
ফিরে পেতে চাই সেই হারিয়ে যাওয়ার পাতা,
তা কি সম্ভব আজ এই বেলা?