মুনাফিক
আফরোজা চৌধুরী ঝুমুর
তাকেই বলে মুনাফিক,কথায় কাজে থাকে না ঠিক
মুনাফিকের ভেতরটা প্রকাশ্যের বিপরীত।
মিথ্যাবাদী,ওয়াদাভঙ্গকারী,রোগ তাদের কুফরীর।
আমানতের খেয়ানত,রাগের সময় অশ্লীল গালাগালির।
মুখে বলে অন্তরে বিশ্বাস করে মুসলিম হতে হয়
মুখের কথার এতোই মূল্য দিয়েছেন দয়াময়।
কলেমা,নামাজ,রোজা,হজ্জ্ব,যাকাত পাঁচটি স্তম্ভ হয়।
রাসূলের যুগে ওহীর মাধ্যমে মুনাফিক চিহ্নিত হয়।
ত্যাগ ও তওবা করলে ক্ষমা করবেন পরম করুণাময়।
মুনাফিকের সর্বনিম্ন স্থান জাহান্নামেই হয়।
জেনে রাখো,মুনাফিকের চিহ্ন হল চারটি,
শেষ দিবসে থাকবে না তাদের কোনো সাহায্যকারী।