কলমযোদ্ধা- মনীষা কর বাগচীর অমলতাস-ছন্দ “দেখনি ফিরে‘’

692
মনীষা কর বাগচী
মনীষা কর বাগচীর অমলতাস-ছন্দ “দেখনি ফিরে‘’

দেখনি ফিরে
মনীষা কর বাগচী

শূন্যতা
আমাকে ঘিরে
পলে পলে মরি
ভেসে বেড়াই স্বপ্ন লোকে
মরিচীকার পিছনে ছুটছি নিশি দিন
অবিরাম কুঁড়ে কুঁড়ে খাচ্ছে দুর্বিসহ যন্ত্রণা …

আকাশ, বায়ু, নদী, জল করছে মন্ত্রণা
ভালোই শোধ করলে প্রেমের ঋণ
ডুবলো চাঁদ বিরহ শোকে
বেদনায় ভেঙে পড়ি
দেখনি ফিরে
মৌনতা…

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here