আগামী
নাসরিন জাহান মাধুরী
এখন রুদ্ধদ্বারে বিষাদের বীণা বাজে
এখন রুদ্ধদ্বারে অশিনী সংকেত হাসে
এখন জানলায় রোদ লুকোচুরি খেলে
ঝরের মেঘে চঞ্চল অন্তরে পরিতাপের শ্লোক
এখন দূরত্বে দূরত্বে বেঁচে থাকার আকুতি
বার-বর মরে গিয়ে কতটুকু বাঁচি
বাঁচতে যদি হয় মরে গিয়েই না হয় বাঁচি
পৃথিবীতে নেমে আসুক নির্মল বায়ু
আসুক ঝলমলে রোদ
খুলে যাক রুদ্ধদ্বার
আগামী হাঁটুক হাত ধরে পাশাপাশি ।