“নীল শাড়ি”
হামিদা পারভিন শম্পা
♥♥♥♥♥♥♥♥♥
কাল নীল শাড়ি পড়েছিলাম
বিস্ময়ে তাকিয়ে ছিলে,
তোমার অদ্ভুত চাহনি আমাকে
লজ্জায় ফেলে দিয়েছিল।
কি দেখছো ওভাবে বলো তো?
অপরিচিতা লাগছে বুঝি?
তুমি হাসলে ঠোঁটে দুষ্টুমি
মাখা মিষ্টি হাসি,
আমি আবার আজ আবার
তোমার প্রেমে পড়লাম।
ঠিক তোমার নয়
তোমার সারল্য আর স্নিগ্ধ হাসির।
আবার তাকালে কপাল কুচকে
টিপ কোথায় দেবযানী?
হাসলাম, যাহ্ আমি কখনও
টিপ দেই বুঝি?
আজ না হয় দিতে,
শুধু আজ,
ছোট্ট একটা টিপ,
আমার চাঁদে নজর লাগবে যে
ওটা রক্ষাকবচ হতো।
বড্ডো বোকা, তোমার ভালবাসাই
আমার রক্ষাকবচ।
ভালবাসায় নজর দেয় কার সাধ্য?
তুমি আমার শতজনমের আরাধ্য।।
“নীল শাড়ি” কবিতাটি লিখেছেন কবি হামিদা পারভিন শম্পা