নিরুত্তাপ দিনের কবিতা
নিশাত ফাতেমা
কবিতা আসে না অন্ধকার দিনে,
নিরুত্তাপ আমি!
অধিক নীলাভ আকাশ আজ।
সদ্য অধরা জ্যোৎস্না অন্তসার হলো।
করবী তরুর রাজ্যের গোলাপটি
ঝরে পড়ল
এই শোকে স্তব্ধ আমি!
সবই অতিশয় শান্ত;
নির্বাক সাগরেও দীর্ঘশ্বাস।
পনেরো হাজার বছর ছিল হায়েনার কবলে,
ঝাঁকে ঝাঁকে পাখি মুক্ত প্রহরে
ভাঙল দুঃখের বাঁধ—
ফিরে পেয়েছিল গোলাপটি
খোলা আকাশ, পূর্ণিমার চাঁদ।
এই বাগান, বাতাস, গাছ-গাছালি বলল—
তুমি আকাশ-স্বর্গে চলে যাও,
শান্তিতে বিশ্রাম নাও,
অনন্তকালের যাত্রায়।




















