“আনন্দের আগমন ”
সামানা সিদ্দিকা
আজি আনন্দের সকল দুয়ার খোলা
আজ সকল গ্লানির বিলুপ্তি।
নতুন এক সকাল,
নতুন এক রজনী
আজ ভোরের সম্ভাষণে আনন্দঘন অনুভূতি
আজ হৃদয়ে নতুন দুয়ার খোলার আমন্ত্রণ।
বিরহ,যন্ত্রণা,কাতরতা সব যেন উড়ে গেছে ঐ সীমাহীন আকাশে।
আলোকিত সন্ধা প্রদীপ জ্বলছে ঘরে ঘরে
হৃদয়ে আজ আনন্দের অভিলাষ।
এ মন যেন আজ গান গেয়ে ওঠে
অন্ধকার দুরে সরেছে,
আনন্দের আগমন ঘটেছে।