স্বপ্নের ভেলা
আয়েশা মুন্নি
বলতে পারো গরীব দুখীর চোখে কেন পানি?
গরীব দুখীর কল্পকথা আমরা সবাই জানি।
ঘোর বরষায় গরীব ঘরে থাকেনা যে ছাউনি
তবু, গরীব মেয়ে স্বপ্ন দেখে হবে রাজরানী।
রোজ দুপুরে অনেকেই তো পায়না খেতে ভাত
পেটের মধ্যে কাপড় বেঁধে কাটায় তারা রাত।
মনে মনে করে আশা, কালকে হবে ধনী
দিনে দিনে বাড়ে দেনা, হচ্ছে আরো ঋণী।
ফুটো চালে দেখে তারা রাতের বাঁকা চাঁদ
মনে করে তাদের ঘরে বসে আছে ফাঁদ।
বায়না ধরে খোকা-খুকু, ধরবে চাঁদ মামা
চরকাবুড়ি দেবে এনে, নানান রঙের জামা।
ঐ জামাতে খুশী হয়ে করবে তারা ঈদ
ফুরিয়ে গেছে ঐ আশাতে তাদের চোখের নিঁদ।