আরণ্যক
মহুয়া ব্যানার্জী।
বৃষ্টি ডানায় ভর করে সন্ধ্যা নামে
আদুরে হাওয়া লুটোপুটি খায় বন্ধ্যা মাঠে-
শীতের ঘনত্ত্ব গলে যায় মায়াবী ওমে।
ভালোবাসা ভালোবাসা কথকতা,
ছুঁয়ে যায় রুক্ষ টিলার বুক ,
রমণীয় আবেগে সেজে ওঠে
আঁকাবাঁকা পাহাড়ী পথের অচেনা রহস্য
ঠিক যেন অনাঘ্রাতা বনকুমারী…
ঠকে যাওয়া প্রতি পদে
জেনেও বাঁচা প্রবল আগ্ৰহে-
বনফুল ঝিকিয়ে ওঠে নাকফুল যেন
শরীরে শরীর মেশে গান্ধর্ব রাতে।
সেই ক্ষণে সাঙ্গ হয় পালা
অথবা নতুন শুরুর কথা-
বিষন্ন কুয়াশা ঢেকে ফেলে চরাচর-
তারপর? তারপর? তারপর?
আদিম অরণ্য জেগে ওঠে আদিগন্ত বিস্তারে
মুছে যায় শহরের ঘ্রাণ।
একে একে নিভে আসে সব তারা,
সুর তোলে জীবনের অরণ্য গান।