মিঠু
শাহিনা আক্তার
মিঠু,, তুমি যে আমার
প্রাণ প্রিয় টিয়া পাখি।
কি করে তুমি আমায় ছেড়ে আবার
ডানা মেলে চলে গেলে ফাঁকি দিয়ে আঁখি।
আমিতো তোমায় বন্দি করিনি খাঁচায়,
তুমি নিজেই এসেছিলে ধরা দিতে আমায়।
তবে কেন এমন করে ষোলটা বছর পরে,
আমায় ছেড়ে চলে গেলে দূর থেকে দূরে।
মাথা হেলে ডানা মেলে আর কে খেলবে
আমার সাথে এমন সুন্দর খেলা?
মিষ্টি মধুর সুরে মিঠু বলে কে আর ডাককে
আমায় সকাল, দুপুর সন্ধ্যা বেলা?
আমি একটু চোখের আড়াল হলেই,,,
তুমি করেছো ছট ফট, করেছো ডাকাডাকি।
তবে কেন হয়না মনে, ফিরে আশি ভোর হলেই
কেমন করে এত নিষ্ঠুর হলে, আমার টিয়াপাখি।