কলমযোদ্ধা -রুনা লায়লার মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবমাখা স্মৃতির কবিতা “ফেব্রুয়ারী”

255
রুনা লায়লার মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবমাখা স্মৃতির কবিতা “ফেব্রুয়ারী”

ফেব্রুয়ারী
রুনা লায়লা

ফেব্রুয়ারী ফেব্রুয়ারী কোথায় থাকো শুনি ?
তোমার জন্য সারাবছর মাসের পর মাস গুণি।
তুমি এলেই মনে পড়ে বর্ণমালার কথা
সবার মনে জেগে উঠে মাতৃভাষার ব্যথা।

তখন বড্ড হাসি পায় যে ভাষা দরদ দেখে
রঙিন খামে অ আ ক খ গায়েও নেয় যে একেঁ।
বাংলা এখন হাল ফ্যাশনে চলছে দারুণ ছন্দে
এসব নিয়ে কতেক জড়ায় ভীষণ রকম দ্বন্দ্বে।

ফেব্রুয়ারী রক্তে কেনা পায় কি দিয়ে দিনার!
২১ তারিখ এলেই শুধু থাকো শহীদ মিনার।
বছর শেষে নিখুঁত সাজো বড্ড মেকি লাগে
এমন টা আর চাই না শোনো তোমার ফুলের বাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here