ওপার বাংলার কবি বিকাশ চন্দ এর কবিতা “শস্য জন্ম কথা”

510
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিকাশ-চন্দ-Kobita-কবিতা-শস্য জন্ম কথা
কবি বিকাশ চন্দ

শস্য জন্ম কথা

বিকাশ চন্দ

 

আলো আর আলেয়ার রঙ বদল লাল কমল আর নীল কমল
প্রেমময় হৃদয়ে শুনেছিল ডেকেছিল কোকিল বসন্ত বৌরি
খাঁ খাঁ মাঠ চিরে ধান কাটা শূন্যতায় বাচ্চা কাঁখে মা
দীপ্তিহীন শরীর জুড়ে খিদে তেষ্টা স্বপ্ন শেষের প্রহর
সকল শরীর জুড়ে অনাহূত পোষ্য অন্য জন্ম মাটি।

জীবন জীবীকায় বিঁধেছে পঞ্চস্বর অচেনা মুখের মিছিল
ছিন্নভিন্ন দেশ কাল চেনা মায়ের শরীর
অথচ ডানে বামে ঝোপে ঝাড়ে না চেনা পাখির সখ্যতা
কুঁড়ি আর ফুলেদের অকাল নীরব উচ্ছ্বাস
নিঃশব্দে রাত্রি নামে আলো আসে মেঘ বর্ষা আসে অবিকল।

জীবীকার টান কিছু ক্রোধ কিছু ক্ষমা হায় শরীরী প্রতিমা
বুক চাপা পাথরে ফাটল প্রত্যাশাহীন প্রান্তিক চঞ্চল পাড়াগাঁ
বারোমাস অক্ষত হাসি মুখ সুখ দুখ জল কাদা মাটি
স্রোতহীন নদী পথ বেচা কেনা শরীরে জ্বালা চোখের জলে রক্ত
মর্ত্যের মাটিতে তবুও শস্য জন্ম কথা জাগরণ পরিপাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here