সব কবিতা সফলতার মুখ দেখে না তাই স্বাভবিক । চেষ্টা ছিল জীবনানন্দের মৃত্য বার্ষিকীতে তার মত করে লেখা । বাস্তবে হয়ে গেছে জীবনানন্দ আর রবীন্দ্র নাথের মিশেল । চেষ্টা তো করেছি তাই সান্ত্বনা ।“অবশেষ” কবিতা লিখেছেন কবি রুমকি আনোয়ার

800
কবি রুমকি আনোয়ার

অবশেষ

             রুমকি আনোয়ার

উড়িবার সাধ আজ নাহি জাগে মনে
আকাশ ছিল , বারি ছিল – ছিল নিশ্চিন্তো প্রশয়
নিচে কাশবন দোল খায় , দোল খায়
তবু উড়িবার সাধ আজ নাহি জাগে মনে ।
গত রাতে গাছ খানি উবিয়া গিয়াছে ঝড়ে
সঙ্গিনী মোর মরিয়া গিয়াছে হায় !
তাহারই উষ্ণতার ওম লাগিয়া আছে আজও পালকে
খড় – কুটা , গুন ঠোঁটেতে লয়ে বাঁধিয়াছি খেলাঘর।
কত স্মৃতি আজ খুঁজে ফিরি তব তপোবনে
অশ্রু শুকায়ে গেছে , অশ্রু খুঁজিতে আজি ফের অনাহারে
আমি নাহি চিনি শিকারির ফাঁদ শিকারি চিনে
ভ্রমে যদি ফেলি পা , রুদ্ধ তোমার চকিত চাহনি ভরে ।
রয়ে যাবে মোর কিছু অবশেষ পালক পরিয়া রবে
সে কার উঠোনে অনাদরে বেলা – অবেলা , সারাবেলা
আঁধার সরিয়া ভোর আসিবে আবার
হৃদ মাঝে আজ বেহাগের সুর বেজে উঠে ক্ষণে ক্ষণে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here