“জানতে ইচ্ছে করে ” কবিতাটি লিখেছেন লন্ডন থেকে কবি __মিনু আহমেদ।

878
জানতে ইচ্ছে করে ”
কবি __মিনু আহমেদ।

জানতে ইচ্ছে করে”

                     ___________মিনু আহমেদ।

প্রতিটি রাতে একটি স্বপ্ন’ই বুকে নিয়ে ঘুমাই‚
ঘুম ভেঙে তোমার মুখটি দেখবো,ঠিক দেখিও তাই।
কিন্তু তুমি কি কখনো দেখতে চেয়েছো আমায়?
ভেবেছো কখনো আমাকে!ঘুমানোর আগে?
প্রশ্নটা আজও অজানায়-উহ্যই থেকে গেলো-
কোনো উত্তর পেলাম না………।
তুমি যখন রাতে ঘুমিয়ে থাকো-
তখন তোমার গায়ে চাদর দিয়ে তোমাকে ঢেকে দেয়া‚
আমার অভ্যাসে পরিণত হয়েছে।
কিন্তু তুমি কি কখনো কৃতজ্ঞ হয়েছো?আমার এ কৃতকর্মে!
খুব জানতে ইচ্ছে করে………!
আমি রোজ সকালে ঘুম ভেঙে দেখি-
ভোরের আলোতে তোমার মুখের অপরূপ সৌন্দর্য‚
তোমার মায়া বদন দেখে লোভ সামলাতে পারি না।
চুপিচুপি আলতো করে তোমাকে চুমু খেয়ে আসি।
তখন তুমি হয়তো স্বপ্নপুরীর স্বপ্নে বিভোর থাকো-
তাই আমার স্পর্শকে অনুভব করতে পারো না।
খুব জানতে ইচ্ছে করে-
তুমি কি কখনো তোমার মনের আয়নায়‚
আমার মুখটি খোঁজেছো?
কখনো প্রীতির মাধুরী মিশিয়ে আমার মুখটি এঁকেছো?
পূর্ণিমার রাতে চাঁদের সংকল্পে কখনো আমার গল্প করেছো?
খুব জানতে ইচ্ছে করে‚
তুমি আজও কতটা ভালোবাসো আমাকে….?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here