“অজানা দ্বীপ ”জীবন ছোঁয়া অসাধারণ কবিতা টি লিখেছেন সমকালীন সৃজনশীল কবি–আলমগীর হোসেন খান।

290
“অজানা দ্বীপ ”জীবন ছোঁয়া অসাধারণ কবিতা টি লিখেছেন সমকালীন সৃজনশীল কবি–আলমগীর হোসেন খান।

অজানা দ্বীপ

  আলমগীর হোসেন খান

আমি জানি একদিন
তুমি আমার বন্ধু ছিলে
তারপর তোমার পাশে
অনেক বন্ধু পেলে
আমি পিচ্ছিল পথে
আমার পা রাখলাম
আমার সামনে কুয়াশার
গোধূলি স্নাত বিকেল
তুমি তখন কারো চোখের
বসন্ত সকালের কিশোরী
আমি তোমাকে ভুলতে চেয়েছি
মাকড়সার জাল তুলে ধরলাম
দূরে ফেলে দিলাম স্মৃতির ঘর
দিন গেলো,রাত এলো
কল্পনার তিমির রাতে তোমার
না বলা হাতছানি তাড়া করলো
চারদিকে অথই জল
তারপর তীরে এসে তোনাকে
দেখলাম তুমি নতুন এক
জেগে অজানা দ্বীপ
সর্বস্বত্বঃ আলমগীর হোসেন খান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here