মায়া
নাসরিন জাহান মাধুরী
কিছুই থাকে না আর বলার
থাকে না প্রভাত পাখির গানের মায়া
থাকেনা নবপ্রভাতের অরুণআলোর মায়া
থাকেনা বৃষ্টি জলে ভেজা সবুজ পাতাটির মায়া
থাকেনা কবিতার বইয়ের ভেতরে রাখা শুকিয়ে যাওয়া ফুলটির মায়া
থাকেনা জমানো হলুদ খামে লিখা হাসিগানের মায়া..
সব কিছু অর্থহীন পরে রয়
পরে রয় দূরন্ত শৈশব
পরে রয় কৈশোরের দস্যিপনা
পরে রয় ভালোবাসা অভিমানের গল্প গুলো
বড় অবহেলায়…