বিভাজন
সাহানুকা হাসান শিখা
নিজের ক্ষমতা আর দুর্বলতা
স্বেচ্ছায় অন্যের হাতে তোলে দেয়া,
তার চেয়ে অনেক ভালো,
নিজে নিজে আত্মাহুতি নেয়া।
তাহলে কি নেই কোন বিবর্তন?
নিজের চেহারা বুঝি অন্যের দর্পণ।
হায় রে আপনজন,কেন এই বিভাজন,
ব্যর্থ হলো জীবনের সকল স্বপন।
কত কষ্টে বেয়ে তরী,কত দিবা,বিভাবরি,
আহা মরি মরি,ইচ্ছে ছিলো নোঙ্গর করি।
নিরাশ হয়ে,এদিক ওদিক তাঁকাই বারে বারে,
নিজই বন্দি হলাম,নিয়তির কারাগারে।