প্রেম তবে হলো শুরু
সাহানা
আজ মনটা কেন উঁড়ু উঁড়ু,প্রেম কি তবে হলো শুরু!
কি জানি কোন আকর্ষণে,হৃদয় টা নেচে ওঠে আনমনে।
বনের কোকিলা গান গায় এমন কেন উতলায়?
হাওয়া ও আমার সাথে সাথে উড়ে চলে এক নিমিষে।
বুকের উঠা নামা পর্যবেক্ষণ করে,
নদীর জল আমায়,ডেকে কয়এভাবেই তো প্রেম শুরু হয়।
আজ আমি চলবো, কিছুটা উদ্ভ্রান্ত, নিয়ে বাঁক দিকে দিকে
কখনো হারাই এক নিমিষেই। কি যে করি লাজে মরি মরি!
মন কেন এত নাচে আজ? ময়ূর পঙ্খী ও পেল লাজ।
আমায় দেখে পাহাড়ি ঝর্ণা বলে প্রেম তো এভাবেই শুরু হলো বলে।
ক্লান্ত পথিকরে শুধাই,”ও পথ,কোন দিকে যায়?”
পথিক হেসে কয়,,”যেখানে পাখির কলতানে মন আনমনায়,প্রেম তো এভাবেই হয়।”
নদী কলতানে ছুটে চলে সাগর পানে,এ কোন্ আকর্ষণে,
তবে কি প্রেম হলো মনে মনে”!
পাহাড়ের নীল আর আকাশের নীল যেখানে মিলে একাকার
প্রেম হতে বাকি নেই আর।
বৃষ্টির শব্দ শুনি কান পেতে, শিহরণ জেগে উঠে, কেন কে জানে?
বৃষ্টির রিমঝিম তানে প্রেম জাগে আনমনে।
ওমা একি,,হলো আজ! গায়ের বধূটিও পেল লাজ
মাথায় ঘুমটা টেনে বলে প্রেমে তো পড়লে হলে হলে।
যেদিকেই চাই মুখ তুলে,, সকলেই কেমন যেন বলাবলি করে
শুধু আমি জানি নে কেন যে।
আকাশ,বাতাস,সাগর নদী জল সকলে একসাথে বলে এমনি হয় প্রেমে পড়লে।