কেবলই একাকীত্ব
সাহানুকা হাসান শিখা
সারাটি দিন জুড়ে বৃষ্টি
আকাশটা বড় মেঘলা।
মন জুড়ে কেবলই কষ্ট,
আমি যে আজ একলা।
বিজলী চমকায় প্রবল বাতাস
মাঝে মাঝে হয় বিকট আওয়াজ
অদূরে ডালে বসে ভেজা পাখি
করছে তার সুরের রেওয়াজ।
ঠিক এমনি সময় তুমি এলে!
বসে ছিলাম এলো চুলে।
কামিনী ফুলেরা গন্ধ দেয় ঢেলে,
পাশে নদী চলে হেলে দুলে।
দু’চোখ ভরে দেখি যে তোমায়,
কত সুন্দর তুমি হায়,
হৃদয় জুড়ে বাজে রাগীনি
পুরনো সুরটি সেধে যায়।
আবারও মনে জাগে ভয়,
চলে যদি যাও তুমি নির্দয়।
হয়ে যাবো একা আকাশের মত,
কে থাকবে পাশে হয়ে সদয়?