“আমি শুধুই সহযাত্রী একজন ”লিখেছেন চেতনার সৃজনশীল কবি রোজী নাথ ।

451
সৃজনশীল কবি রোজী নাথ

আমি শুধুই সহযাত্রী একজন

                            রোজী নাথ

আমি শুধুই সহযাত্রী একজন ,
আমাকে কখনও প্রতিদ্বন্দ্বী ভেবো না কোনো অছিলায়।
এ আমি অভিকর্ষ বিহীন নির্লিপ্ত সহযাত্রী তোমারই ।

জীবনকে জীবন দাও না উপহার, তাতে তো পথ হবে আরও সহজ সরল; মসৃণ মহাসড়ক ।
সকলের সাহচর্যে হেসে খেলে যদি গো ফুটে ফুল
অমরাবতীর কোলে, ক্ষতি কি তাতে? সে ফুল তুমিও তুলে রেখো ফুলদানি আলো করে।

কারো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনার অকারণ কারণ তো হতে চাই না বেলা শেষের এই বেলাতে।
ভুলেও কখনো আমাকে শত্রুর শিরোপা দিও না,
ভেবো না প্রতিকূল কোনো প্রবাহ।

আমি নই কোনো স্বর্গের পারিজাত ,
রক্ত মাংসের এই আমি সবার বন্ধু হতে চাই,
আর কিছু না, সুখে দুঃখে পাশে থাকার এক মোহর ।

জীবন পথের যাত্রী আমরা সবাই একা।
হৃদয়ে না পারো মনে জায়গা দিও,আনন্দের অংশীদার নাই বা করো বিপদে ডাক দিও।
বন্ধু হয়েই বাড়াবো হাত চিরকাল ,
আমি শুধুই সহযাত্রী একজন এই নৌকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here