ফাল্গুনের কৃষ্ণ চূড়ার সেরা থেকে কবি গৌতম নাথ এর কবিতা “পুরোটা মন জুড়ে রাজপথ তুমি ”

526
কবি গৌতম নাথ

পুরোটা মন জুড়ে রাজপথ তুমি

                                             গৌতম নাথ

রাতের উঠান’টা মেঘ পুকুর হলেও ক্ষতি নেই যদি তুমি অবারিত সায়ন্তিকা হ‌ও।
দ্বিরাগমনের সজল আকাশ শুধু আমার ব্যাক্তিগত নয় ___ এ তো পূবালী বাঁশরী মাখা দ্বৈত সঙ্গীত।
সহযোগে সহযোগে যদি শুকিয়ে যাওয়া নদীতেও প্লাবন আনি তবে নৌকায় পাল তুলতে ভুল করো না বেলা শেষের এ বেলায়।
শতেক পাহাড় ডিঙিয়ে যখন সন্ধ্যা’টাকে নিজের করে নিজের বুকে জড়াই , তুমি তখন হয়ে উঠ নিরবধি আলো মাখা জলছবি।
চা‌ঁদ’টা এবার আমায় ছোঁয়াও ____ প্রান্তর’টা তোমার জন্য র‌ইলো তোলা।
হাজার তারার হাটের মাঝেও তুমি যে সবিশেষ বার্তা সে শুধু জানে আমার টানাপোড়েন মাঝরাত।
মনের কি আর কোনো ধর্মঘট হয় বলো? না কি হয় কোনো পথ অবরোধ?
পুরোটা মন জুড়েই তো তুমি হয়ে আছ এক বারোয়ারি রাজপথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here