বাংলার হৃদয়ে মুজিব
জেসমিন জাহান
ভয়ংকর এক ভোরের অপেক্ষায়
লাল সবুজের বাংলাদেশ
আতঙ্কিত রাত কাটতেই দেখেছো
বিস্ময়ে! হে দুর্ভাগা জননী
কত সহজেই নিজের অস্তিত্বকে
স্বদেশের মুক্তির ভ্রূণকে
হত্যা করা যায় নৃশংসভাবে
কী নিদারুণ অপমানে বিদ্ধ হলো
সাত কোটি বাঙালির চোখ।
মহাকাল এসে থমকে দাঁড়ায়
প্রশ্ন রাখে বিবেকের কাছে,
কোন সাহসে ভেঙেছো দেয়াল
কী করে পারলে উপরে ফেলতে
ছায়াময় এক মহীরুহের শিকড়?
ঝন ঝন শব্দে ভেঙে পড়ে
অগাধ বিশ্বাসের দেয়াল,
ভালোবাসার বাগান লণ্ডভণ্ড
রক্তাক্ত স্বপ্নের নীল নকশা।
শত্রু শিবিরেও যে প্রাণ ছিলো অমূল্য
নিথর পড়ে আজ তা ৩২ নম্বরে
ঝাঁঝরা বুকের ক্ষত থেকে বইছে
প্রতি রক্ত-কণার অবিশ্বাস্য দীর্ঘশ্বাস
খোলা দুটি চোখের চাহনি কী তীব্র!
অমিত তেজি ভাষায় যেখানে লেখা,
“আমিতো তোমাদেরই সহচর
একটু সময় দিলে না গোছাবার!
পরম মমতায় আগলে রাখা স্বপ্নকে
আমি যে আঁকতে চেয়েছি
আমার মায়ের বিধ্বস্ত ক্যানভাসে।”