শ্রদ্ধা, ভালোবাসা, বেদনায় বঙ্গবন্ধুকে স্মরণে কলমযোদ্ধা–হামিদা পারভিন শম্পা লিখেছেন কবিতা “কলঙ্কিত দিন”

411
কলমযোদ্ধা–হামিদা পারভিন শম্পা লিখেছেন কবিতা “কলঙ্কিত দিন”

”কলঙ্কিত দিন”

                          হামিদা পারভিন শম্পা

১৫ আগষ্ট জাতির জীবনে
কলঙ্কিত এক দিন,
কোনো জনমেও শোধ হবেনা
পিতা তোমার ঋণ।

নৃশংসতার কালো তিলক
পড়লো জাতির কপালে,
ওগো পিতা, বিশ্বনেতা
তোমায় হারালাম অকালে।

পাকিস্তানের জেলে ছিলে
ভয় পেয়েছে করতে খুন,
বাংলার মাটিতে স্বপরিবারে হত্যা হলে
জাতির কপালে ধরলো ঘুন।

ক্ষমতা লোভী ঘাতকেরা
নিলো তোমার জীবন,
তোমার মত বিশ্বনেতা
পাবো কোথায় এখন?

ক্ষমা করো তুমি ক্ষমা করো
মোদের হে বঙ্গবন্ধু,
তুমি তো মহান ক্ষমার প্রতীক
ভালবাসার এক সিন্ধু।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here