সর্বহারা
মুকুল মাইতি
করোনা কাড়লো গ্রাস, আমফান কাড়লো বাড়ি ;
প্রকৃতি আজ বদমেজাজি চলছে বাড়াবাড়ি।
আমরা যখনই সুযোগ পেয়েছি করেছি নিপীড়ন,
আজকে সবই ফেরতের পালা, নয়কো আস্ফালন।
তোমার বুকে কুঠার হেনেছে, উচ্চবিত্ত শ্রেণী;
তবুও তোমার কেমন বিচার কেড়ে নাও মোর ভূমি।
কর্ম হারিয়ে ঘরটুকু মোর ছিল আজ সম্বল,
সব হারিয়ে কাঙাল হয়েছি, হারায়নি মনোবল।।