বিষাদ বসন্ত
হোসনেয়ারা বেগম
এমন বিষাদ বসন্ত দেখেছ কেউ কখনো আর
পৃথিবী জুড়ে মৃত্যুর এমন আর্তনাদ?
কাছে থেকেও যেন কেউ নেই কাছাকাছি
দূর দূরান্তে আত্মীয় প্রিয়জন
কোয়ারেন্টাইন বিভাজনে বিরহ বিচ্ছেদ
সর্বত্র সন্দেহ ভয়।
অদৃশ্য ঘাতক গোপনাস্ত্র বুঝি নিঃশ্বাসে লুকায়!
দেখেছ কখনও এমন নিস্তব্ধতা বাতাসের গায়!
নির্জন পথঘাট শুনশান নীরবতায় বিব্রত চরাচর
থেমে গেছে উৎসব উল্লাস ভুলে যেতে চায় সহাস্য শিষ্টাচার।
শুনেছ কখনও আর বুকের ভিতর এমন দাপাদাপি ধুপধাপ!
অশণি সঙ্কেত বিশ্বজুড়ে করুণ অশ্রুপাত?