রটনা
রেবেকা রহমান
চলো বাবুই পাখি ছুঁয়ে —
চলো মেঘমল্লার ছুঁয়ে —-
ব্যাপক ব্যাপক ভালবাসি
উদ্ভিন্ন বিপুল বিপুল উল্লাসে বর্ষা এসেছে
কচুপাতায়, কচুরিপানায়, ডোবায়,
আমাদের লুপ্ত স্বপ্নপগুলি ভেসে যাচ্ছে
এক অজানা আশংকায়, মেঘের ঘোরে
আমাদের থরো থরো চোখে, বুকে, অতল পাঁজরে
আজ ঢুকে গ্যাছে সহস্র জীবনের হীম
এসো বৃক্ষের কাছে নতজানু হতে হতে
দেখি — অন্তহীন উদ্যানের রূপালী ফুল!
থমথমে শহরের হাওয়ায় হাওয়ায়
চলো রটিয়ে দেই আবার শ্রাবণ…