রৌদ্রের হাসি
মমতাজ মনী শেলী
শীতের কুয়াশায় আঁধার চারিদিক
দাওনা গো দেখা আসি
ওগো রৌদ্দুর জানো কি তুমি
তোমায় যে কত ভালোবাসি
ক’দিন ধরেই দেখছি তোমায়
আধেক দেখা দাও,
বড্ড অভিমানে আবার
কোথায় হারিয়ে যাও?
কার লাগিয়া বিরহ তোমার
জানতে পারি কি?
কুয়াশায় জড়ানো শীতের চাঁদর
তুমিও জড়িয়েছো বুঝি?
তোমার পূর্ণ বিহনে দেখো আজ
মানুষের কত দুর্দশা,
শীতের তোড়ে কাঁপছে পশু-প্রানী
চারিদিক অমানিশা
তোমার রৌদ্রের একটুখানি তেজ
দেবে গো মোদের উষ্ণতার আমেজ
কতটা অভিমান বুকে জমিয়ে
রেখেছো গো তুমি ধরে,
ফোঁটা ফোঁটা শিশির হয়ে
কাঁদছো টুপটুপ করে
দেখো না চেয়ে ওঠো গো হেসে
রাঙিয়ে দাও এ ধরা,
তোমায় বিহনে আমরা সবাই
লেপ কম্বলে মোড়া।
ভুলে অভিমান এসো গো এবার
হাসোগো খিলখিলিয়ে
তোমার পরশে জাগবে পৃথিবী
পরবে প্রাণে প্রাণে সাড়া,
সারা ধরিত্রী উঠবে হেসে
তোমার উষ্ণতার স্পর্শ পেয়ে।




















