সমকালীন সৃজনশীল লেখক-জেসমিন জাহান এর লিখা কবিতা “চেতনার আগুনে পুড়ি”

310
জেসমিন জাহান এর লিখা কবিতা “চেতনার আগুনে পুড়ি”

চেতনার আগুনে পুড়ি

জেসমিন জাহান

এই যে যুদ্ধ শুধুই আমার একার
এ যুদ্ধ তো চেতনার সাথে আমার
যুদ্ধ বিরোধে বিবেকের ঘরে তালা
এ ময়দানে যায়না তো বলা ‘পালা’।

সন্ধি করেছি করিনি প্রেমের ভান
ভালো বাসাবাসি কেনো মিছে অপমান
পথের ঠিকানা পথেই খুঁজেছি মরে
পাবো কি পাবো না ভাবিনি নিশার ঘোরে।

জেগে আছি নাকি মরেই গেছি আজ
ভাবিনা কিছুই পড়ুক মাথায় বাজ
ভাবনা গুলো মন-মন্দিরে তোলা
চেতনা-শুদ্ধ করুক আগুন জ্বালা।

দিকে দিকে চলে পাঁঠাবলি ধুমধাম
কতটা পূণ্য কতটা ছড়ায় নাম!
আমি চেয়ে আছি তোমারই মুখের পানে
আমি জানি আর চেতনা কেবলই জানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here