এই বৈশাখে
লিলি জেসমিন
এই বৈশাখে –
জরাজীর্ণ জীবনটাকে
ভালবাসাময় করে তুলতে
চেয়েছিলাম বৈশাখী রং-এ সাজাতে।
নব উদ্দ্যামে এগিয়ে যেতে
চেয়েছিলাম আনন্দ মুখর
জীবনের পথটি ধরে
এই বৈশাখেই।
অবাধ্য মনটাকে বুঝাতে
চেয়েছিলাম, জীবনের যত গ্লানী
সারা বছরের যত পাপ-তাপ অভিশাপ
সব ধুয়ে মুছে সাজাবো মন আমার
এই বৈশাখেই ।
এই বৈশাখে-
আমি সব চেয়ে বেশী চেয়েছিলাম
একজন তোমাকে
আমার চারিপাশ জুড়ে।
আমার ক্লান্ত মন
সে তো চাই যে সারাক্ষণ
তোমার সুখ ছোঁয়ায়
নিজেকে সাজাতে পূর্ণতায়
এই বৈশাখে।
এই বৈশাখে –
তোমাকে সাজাতে চেয়েছিলাম
বৈশাখী আবিরের মন ছোঁয়া রং-এ
দেখতে চেয়েছিলাম নীরবে
দু”নয়ন ভরে শুধু তোমাকেই।
সব চাওয়া গুলো
পূর্ণতার আয়োজনে যখন ছুঁই ছুঁই
ঠিক তখনি কালবৈশাখীর
কালো থাবার অযাচিত হামলায়
নিমিষেই তছনছ করে দিল
অগোছালো জীবনের
সাজানো না পাওয়া স্বপ্ন গুলো
এই বৈশাখেই৷